Ticker

20/recent/ticker-posts

Header Ads Widget

ছোটোদের জন্য লিখতে হলে


 ।। ছোটোদের জন্য লিখতে হলে ।।




ছোটোদের জন্য গল্প বা ছড়া-কবিতা লেখার জন্য কিছু বিশেষ দিক মাথায় রাখা প্রয়োজন, কারণ শিশুরা খুব সংবেদনশীল, কৌতূহলী ও কল্পনাপ্রবণ হয়ে থাকে।
বয়সভেদে শিশুর বোধ ও ভাষার জ্ঞান ভিন্ন হয়। ৩-৫ বছরের জন্য গল্প বা কবিতা খুব সহজ ভাষায় ও বেশি চিত্রকল্পযুক্ত হওয়া উচিত। ৬-১০ বছরের জন্য কিছুটা জটিলতা বা শিক্ষামূলক উপাদান যোগ করা যায়।
সহজ ও ছন্দময় ভাষা ব্যবহার (ছড়ায় ছন্দ ও তাল মিলানো) খুব গুরুত্বপূর্ণ। গল্পেও শব্দ সহজ হওয়া দরকার, যাতে শিশুরা বুঝতে পারে। কল্পনা ও রঙিন ভাবনার জগৎ তৈরি করা প্রয়োজন।
ছোটরা ছবি দেখতে বেশি পছন্দ করে। তাই গল্পে বর্ণনা এমনভাবে দিন যেন তারা চোখ বন্ধ করেই কল্পনা করতে পারে। হাস্যরস, চমক, ছোটো ছোটো বিপদ বা অ্যাডভেঞ্চার শিশুদের মনোযোগ ধরে রাখে।
ছড়ায় বা গল্পে কিছু কথা বা বাক্য বারবার আসলে শিশুরা সেটা মনে রাখতে পারে সহজে। তবে লক্ষ্য রাখতে হবে তা যেন আবার বিরক্তির কারণ না হয়ে ওঠে তাদের কাছে।
ভাষা যেন পরিশুদ্ধ হয় এবং শ্রুতিমধুর হয়। ভালো হয় ছোটোদের জন্য লিখতে বসার আগে ওদের সঙ্গে মিশুন, সময় কাটান – ওরা কেমন কথা বলে, কী পছন্দ করে, তা জানুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ